১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

প্লজেনকে গোলে ভাসিয়ে বায়ার্নের নতুন রেকর্ড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / ১০৯০ বার পড়া হয়েছে

bdopennews

গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ। গোলে ভাসল ভিক্টোরিয়া প্লজেন। এক, দুই, তিন, চারের পর পাঁচ। প্লজনের জালে একে একে ৫ গোল দিয়ে জার্মান চ্যাম্পিয়নরা পেল এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়। একটা গোলও শোধ দিতে পারেনি চেক ক্লাবটি।

জোড়া গোল করেছেন লেরয় সানে। একটা করে গোল সাদিও মানে, সার্জ ন্যাব্রি ও এরিক চোপো-মোটিংয়ের।

এ জয়ের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়ল বায়ার্ন। আগের রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল। বায়ার্নের অপরাজিত যাত্রা শুরু হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে সেল্টিকের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। এই ৩১ ম্যাচের মধ্যে বায়ার্ন মিউনিখ জিতেছে ২৮টি, ড্র করেছে ৩টি।

এবার গ্রুপ পর্বটা বায়ার্ন শুরু করেছিল ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। পরের ম্যাচে বার্সেলোনার বিপক্ষেও জার্মান চ্যাম্পিয়নরা জিতেছে একই ব্যবধানে।

অন্যদিকে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারে শুরুর পর প্লজেন ইন্টারের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে।  

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্লজেনকে গোলে ভাসিয়ে বায়ার্নের নতুন রেকর্ড

আপডেট সময় ০৭:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ। গোলে ভাসল ভিক্টোরিয়া প্লজেন। এক, দুই, তিন, চারের পর পাঁচ। প্লজনের জালে একে একে ৫ গোল দিয়ে জার্মান চ্যাম্পিয়নরা পেল এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়। একটা গোলও শোধ দিতে পারেনি চেক ক্লাবটি।

জোড়া গোল করেছেন লেরয় সানে। একটা করে গোল সাদিও মানে, সার্জ ন্যাব্রি ও এরিক চোপো-মোটিংয়ের।

এ জয়ের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়ল বায়ার্ন। আগের রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল। বায়ার্নের অপরাজিত যাত্রা শুরু হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে সেল্টিকের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। এই ৩১ ম্যাচের মধ্যে বায়ার্ন মিউনিখ জিতেছে ২৮টি, ড্র করেছে ৩টি।

এবার গ্রুপ পর্বটা বায়ার্ন শুরু করেছিল ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। পরের ম্যাচে বার্সেলোনার বিপক্ষেও জার্মান চ্যাম্পিয়নরা জিতেছে একই ব্যবধানে।

অন্যদিকে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারে শুরুর পর প্লজেন ইন্টারের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে।