Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/bdopenne/public_html/wp-content/themes/newsflashpro/inc/template-functions.php on line 458
সৌন্দর্যের লড়াইয়ে কার জয় - Open News
০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

সৌন্দর্যের লড়াইয়ে কার জয়

ঐশ্বরিয়া রায় নাকি তার মেয়ে? সৌন্দর্যের লড়াইয়ে কার জয়?
বলিউডের চিরসবুজ সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ১৯৯৪ সালের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বিজয়ী থেকে শুরু করে বলিউডে তার রাজকীয় পথচলা—সব জায়গাতেই তিনি এক উজ্জ্বল তারা। তবে এখন প্রশ্ন উঠেছে, তার মেয়ে আরাধ্যা বচ্চন কি তার মতোই সৌন্দর্যের প্রতীক হয়ে উঠছেন?

সম্প্রতি একটি অনুষ্ঠানে মা-মেয়েকে একসঙ্গে দেখা যায়, যেখানে ঐশ্বরিয়ার ঐশ্বরিক সৌন্দর্য যেমন নজর কাড়ে, তেমনি আরাধ্যার মিষ্টি হাসি ও আত্মবিশ্বাসও দর্শকদের মন জয় করে নেয়। অনেকেই বলছেন, “আরাধ্যা বড় হলে হয়তো মাকে ছাড়িয়েই যাবে!”

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই তুলনা শুরু হয়ে গেছে—ঐশ্বরিয়া নাকি আরাধ্যা, কে বেশি সুন্দর? কেউ বলছেন, “ঐশ্বরিয়া অনন্য, তার রূপের কোনো তুলনা হয় না!” আবার কেউ বলছেন, “আরাধ্যা একদম তার মায়ের মতো, শুধু সময়ের অপেক্ষা!”

বলিউডের ট্রেন্ড বিশ্লেষকদের মতে, ঐশ্বরিয়া যেমন অভিনয় ও সৌন্দর্যে সমান পারদর্শী, তেমনি আরাধ্যা ভবিষ্যতে হয়তো আরও চমক দেখাবেন। তবে মা-মেয়ের এই সৌন্দর্যের লড়াই যে বিনোদনপ্রেমীদের জন্য দারুণ উপভোগ্য, তা বলার অপেক্ষা রাখে না!

তাহলে আপনার মতামত কী? ঐশ্বরিয়া রায় নাকি আরাধ্যা, কে বেশি সুন্দর?