টোকায় থেকে হিরো আলম । Hero Alom From Tokai
- আপডেট সময় ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ৬১৯ বার পড়া হয়েছে
আশরাফুল আলম সাইদ, হিরো আলম নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি । হিরো আলম তার বেসুর গলায় গাওয়া গানের জন্য সর্বাধিক আলোচিত, সমালোচিত । তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে ১৬ লক্ষের বেশি । সাবস্ক্রাইবার রয়েছে । হিরো আলম ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের প্রার্থী হয়ে নতুন করে আলোচনায় আসেন । একাধিক বার নির্বাচনে অংশ গ্রহণ করেন । একাধিক বার প্রতি পক্ষ হতে আঘাতের স্বীকার হন । ২ বার সংসদ নির্বাচন এ অংশ গ্রহণ করলেও একবারো ভোটে জয় লাভ করতে পারে নায় । যদিও হিরো আলম দাবি করে তাকে ইচ্ছা করে নির্বাচনে জয় লাভ করতে দেওয়া হয় নি । আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক অভাব-অনটনের কারণে তার পিতামাতা তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেয়। এই পরিবারের যথেষ্ট আর্থিক সচ্ছলতা না থাকায় ৭ম শ্রেণিতে পড়া অবস্থাতেই তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন। পরবর্তীতে তিনি ক্যাবল ব্যবসা শুরু করেন । হিরো আলম ব্যবসায়ে বেশ সফল ও হন । আলমের ইচ্ছা ছিলো সে হিরো হবে , পরবর্তীতে সর্ট ভিডিও শুরু করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করত । আস্তে আস্তে হিরো আলমের ইউটিউব এ ভিডিও নেটিজন রা দেখা শুরু করে , তার ভিডিওতে বরাবর দর্শকদের মজা দিয়েই এসেছেন । ধীরে ধীরে হয়ে ওঠে হিরো আলম ।