পাখির ডানা ঝাপটানোর কারণে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানে আগুন, জরুরি অবতরণ
- আপডেট সময় ০৪:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ২৬৬০ বার পড়া হয়েছে
একটি SpiceJet ফ্লাইট 175 জন যাত্রী নিয়ে ভারতের পাটনা থেকে দিল্লি যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর, ইঞ্জিনে পাখির আঘাতের কারণে মাঝ-হাওয়ায় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর পাইলট পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এতে যাত্রীরা প্রাণে বেঁচে যান।
জানা গেছে, উড্ডয়নের পরপরই বিমানের ডানায় আগুন দেখা যায়। সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজের ডানায় একটি পাখি ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এর জেরে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং বলেন, “বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন।
এদিকে, স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন যে ককপিট ক্রুরা সন্দেহ করেছিলেন যে পাটনা-দিল্লি ফ্লাইটটি উড্ডয়নের পরে, একটি পাখি বাঁক নেওয়ার সময় 1 নম্বর ইঞ্জিনে আঘাত করেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানের ক্যাপ্টেন তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বন্ধ করে জরুরি অবতরণ করেন। পরে পরীক্ষা করলে দেখা যায় ভয়টা সত্যি। পাখির ধাক্কায় ফ্যানের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়