ওসমানী বিমানবন্দরের অন্তত দুটি স্থানে চরম বন্যার আশঙ্কা ঘোষণা করা হয়েছে
- আপডেট সময় ০৩:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আগামী তিনদিন সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। “তিন দিনের জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে,” তিনি বলেছিলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে কার্যক্রম স্থগিত করা হয়। রানওয়েতে পানি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রানওয়েতে পানি নেই। তবে রানওয়ের কাছাকাছি পানি চলে এসেছে। ‘
গত বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। এরপর থেকে প্রতিদিনই পানি বাড়ছে। শুক্রবারও জলের স্তর বাড়তে থাকে। ফলে সিলেট নগরীসহ কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা প্লাবিত হয়েছে। এ দুই উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো উপজেলা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন লাখো মানুষ।