চট্টগ্রামে আরেকটি কনটেইনার ডিপোতে আগুন, আতঙ্ক
- আপডেট সময় ০৫:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ২৩৪৯ বার পড়া হয়েছে
c
এতে ডিপোর শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডিপোতে রাখা তুলা ভর্তি কন্টেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সকাল ৯টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ইপিজেড ফায়ার স্টেশনের নেতা মো. শহীদুল্লাহ জানান, পাত্রে রাখা তুলার গিঁটে আগুন ধরে যায়। তবে তা আশপাশের পাত্রে ছড়িয়ে পড়েনি। কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের একপর্যায়ে রাসায়নিক কনটেইনার বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিস্ফোরণ থেকে এখন পর্যন্ত ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।