Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/bdopenne/public_html/wp-content/themes/newsflashpro/inc/template-functions.php on line 458
আর কিছু বলব না, যা প্রমাণসহ বলবে ছেলেমেয়েরা:-BD Open News
০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

আর কিছু বলব না, যা প্রমাণসহ বলবে ছেলেমেয়েরা: জায়েদ খানকে নিয়ে স্ত্রী মৌসুমীর অডিও বার্তার পর ফেসবুক লাইভে আসেন ওমর সানি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • / ১৭৭৫ বার পড়া হয়েছে

bdopennews

সোমবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানি বলেন, “জায়েদ খানকে কী ভেবে বিদায় জানালেন মৌসুমী জানি না। এই ঘটনা সামনে রেখে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে সাফ করে দেবে। আমি এ বিষয়ে আর কিছু বলব না। আমি ছেলে-মেয়েদের অভিভাবক হিসেবে মেনে নিয়েছি, তারা প্রমাণসহ যা খুশি বলবে।’

অভিনেতা জায়েদের বিরুদ্ধে স্ত্রী অভিনেত্রী মৌসুমীকে হয়রানির অভিযোগ তুলেছেন ওমর সানি। জায়েদ সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার প্রকাশিত এক অডিও বার্তায় মৌসুমী তার স্বামী ওমর সানির অভিযোগও অস্বীকার করেছেন। অডিও বার্তায় তিনি বলেন, আমি জায়েদকে ভালোবাসি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে কাজের সম্পর্ক যতদূর সম্ভব, এটি একটি খুব ভাল সম্পর্ক। আমাকে অসম্মান করার প্রশ্নই আসে না এবং আমি তার মধ্যে মান ছাড়া অপ্রীতিকর কিছু দেখি না, যা পরিবেশ তৈরি করতে পারে, আমি তা দেখিনি। সে একজন ভাল ছেলে. সে কখনো আমাকে অসম্মান করেনি। “

লাইভে ওমর সানি যোগ করেন, “এই ২৬ বছরের পারিবারিক জীবনে আমি পরিবারে কোনো ভুল বোঝাবুঝি চাই না। কিন্তু একজন বহিরাগত আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনি জানেন লোকটি কে। আমি বলতে চাই না। তার সম্পর্কে আরও কিছু। তার সম্পর্কে সবাই জানে। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে থাকতে চাই। মৌসুমীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না।’

নিউজটি শেয়ার করুন

আর কিছু বলব না, যা প্রমাণসহ বলবে ছেলেমেয়েরা: জায়েদ খানকে নিয়ে স্ত্রী মৌসুমীর অডিও বার্তার পর ফেসবুক লাইভে আসেন ওমর সানি

আপডেট সময় ১০:৪৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

সোমবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানি বলেন, “জায়েদ খানকে কী ভেবে বিদায় জানালেন মৌসুমী জানি না। এই ঘটনা সামনে রেখে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে সাফ করে দেবে। আমি এ বিষয়ে আর কিছু বলব না। আমি ছেলে-মেয়েদের অভিভাবক হিসেবে মেনে নিয়েছি, তারা প্রমাণসহ যা খুশি বলবে।’

অভিনেতা জায়েদের বিরুদ্ধে স্ত্রী অভিনেত্রী মৌসুমীকে হয়রানির অভিযোগ তুলেছেন ওমর সানি। জায়েদ সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার প্রকাশিত এক অডিও বার্তায় মৌসুমী তার স্বামী ওমর সানির অভিযোগও অস্বীকার করেছেন। অডিও বার্তায় তিনি বলেন, আমি জায়েদকে ভালোবাসি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে কাজের সম্পর্ক যতদূর সম্ভব, এটি একটি খুব ভাল সম্পর্ক। আমাকে অসম্মান করার প্রশ্নই আসে না এবং আমি তার মধ্যে মান ছাড়া অপ্রীতিকর কিছু দেখি না, যা পরিবেশ তৈরি করতে পারে, আমি তা দেখিনি। সে একজন ভাল ছেলে. সে কখনো আমাকে অসম্মান করেনি। “

লাইভে ওমর সানি যোগ করেন, “এই ২৬ বছরের পারিবারিক জীবনে আমি পরিবারে কোনো ভুল বোঝাবুঝি চাই না। কিন্তু একজন বহিরাগত আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনি জানেন লোকটি কে। আমি বলতে চাই না। তার সম্পর্কে আরও কিছু। তার সম্পর্কে সবাই জানে। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে থাকতে চাই। মৌসুমীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না।’