নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’ দাবি এনসিপির
- আপডেট সময় ০৮:৪৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে। তবে দলটির পক্ষ থেকে এ খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের সঙ্গে আছেন এবং নিয়মিতভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বে সক্রিয় আছেন। তার পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ মিথ্যা।’
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
এর আগে, রাতের দিকে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে ‘দলের সূত্র’ উদ্ধৃত করে খবর প্রকাশ করা হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনও দলীয় হাইকমান্ড তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বলে উল্লেখ করা হয়।
এনসিপি সংশ্লিষ্টদের দাবি, গুজব ছড়িয়ে দলীয় ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। দলটি ঐক্যবদ্ধভাবে জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে।












