এলপিজির দাম বেড়েছে, ১২ কেজির সিলিন্ডার এখন ১২৩৫
- আপডেট সময় ০৫:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ২৭১৮ বার পড়া হয়েছে
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার বেড়েছে। এখন 12 কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ হবে 1235 টাকা। এতদিন আমাকে দিতে হয়েছে ১ হাজার ২১৯ টাকা। সে অনুযায়ী ১২ কেজি এলপিজির দাম ১৬ টাকা বেড়েছে।
আজ বুধবার দুপুর ১টা থেকে এই দাম কার্যকর হবে। আগের মাসে ১২ কেজিতে ৩৫ টাকা কমেছিল।
বুধবার সকালে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন দাম ঘোষণা করেছেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম ফারুক।