Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/bdopenne/public_html/wp-content/themes/newsflashpro/inc/template-functions.php on line 458
স্বপ্ন, পদ্মা, সেতুকে প্রধানমন্ত্রীর ভালোবাসা-BD Open News
১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

স্বপ্ন, পদ্মা, সেতুকে প্রধানমন্ত্রীর ভালোবাসা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • / ২২১৭ বার পড়া হয়েছে

bdopennews

মা এ্যানী বেগম বলেন, “প্রধানমন্ত্রী আমার তিন সন্তানকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন বলে আমি খুবই আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”

উপহার তুলে দেওয়ার সময় শামীম মুসফিকের সঙ্গে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত এ খোদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ আরও অনেকে।

ইউএনও কুদরত-ই-খুদা প্রথম আলো</em>কে বলেন, প্রধানমন্ত্রী তিন সন্তানের বাবা-মায়ের হাতে ফুল, ফল ও এক পাউন্ড ওজনের তিনটি সোনার চেইন তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক শিশু বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানান।

যে চিকিৎসক তিন নবজাতকের নাম রেখেছেন বেনজির হক, তিনি প্রথম আলো</em>কে বলেন, “আমার খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী ওই তিন শিশুর জন্য উপহার পাঠিয়েছেন। আমরা বিদেশে বিভিন্ন স্থাপনা দেখতে যাই, ছবি তুলতে যাই। এটা একটা ব্যাপার। আমার জন্য গর্বের যে আমাদের নিজস্ব অর্থায়নে আগামী ২৫ জুন আমাদের দেশে এত বড় একটি স্থাপনা উদ্বোধন হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে ওই তিন শিশুর নামকরণের কথা জানতে পেরেছেন এবং তিনি তা বেছে নিয়েছেন। এর জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

স্বপ্ন, পদ্মা, সেতুকে প্রধানমন্ত্রীর ভালোবাসা

আপডেট সময় ০৫:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

মা এ্যানী বেগম বলেন, “প্রধানমন্ত্রী আমার তিন সন্তানকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন বলে আমি খুবই আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”

উপহার তুলে দেওয়ার সময় শামীম মুসফিকের সঙ্গে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত এ খোদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ আরও অনেকে।

ইউএনও কুদরত-ই-খুদা প্রথম আলো</em>কে বলেন, প্রধানমন্ত্রী তিন সন্তানের বাবা-মায়ের হাতে ফুল, ফল ও এক পাউন্ড ওজনের তিনটি সোনার চেইন তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক শিশু বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানান।

যে চিকিৎসক তিন নবজাতকের নাম রেখেছেন বেনজির হক, তিনি প্রথম আলো</em>কে বলেন, “আমার খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী ওই তিন শিশুর জন্য উপহার পাঠিয়েছেন। আমরা বিদেশে বিভিন্ন স্থাপনা দেখতে যাই, ছবি তুলতে যাই। এটা একটা ব্যাপার। আমার জন্য গর্বের যে আমাদের নিজস্ব অর্থায়নে আগামী ২৫ জুন আমাদের দেশে এত বড় একটি স্থাপনা উদ্বোধন হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে ওই তিন শিশুর নামকরণের কথা জানতে পেরেছেন এবং তিনি তা বেছে নিয়েছেন। এর জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’