সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
- আপডেট সময় ০৫:৫৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নিহত বাংলাদেশি হজযাত্রীর নাম মো. জাহাঙ্গীর কবির। তার বয়স ৫৯ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য জানা গেছে।
গত ১১ জুন সৌদি আরবে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর কবির। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
হজ মৌসুমে সৌদি আরবে এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৬ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে ১৯টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি এবং ফ্লাইনাস ৩টি ফ্লাইটে হজযাত্রী নিয়ে সৌদি আরব গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৬ হাজার ৫৭৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৬৫ জন হজযাত্রী হজে যেতে পারবেন।
এবার বাংলাদেশ থেকে ১২৮টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইটে, সৌদি এয়ারলাইন্স ৫১টি ফ্লাইটে এবং ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী পরিবহন করবে।
ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছাড়বে ৪ জুলাই।