সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এবি পার্টির শোক

- আপডেট সময় ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ৭৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৪৯ জনের মৃত্যু ও চার শতাধিক ব্যক্তির আহত হবার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন যে প্রতি বছর এরকম অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেই চলেছে কিন্তু সরকার মহাজন হাজার হাজার নাগরিকের প্রান বাচাঁনোর জন্য কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করছে না। তারা এই অন্যায্য মৃত্যুর জন্য অকার্যকর ও জনবিমুখ রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করেন।
উল্লেখ্য শনিবার রাত ন’টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, চল্লিশ মিনিটের মাথায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মালবাহী কন্টেইনারগুলো দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, পরপর বেশ কটি বিস্ফোরণ হয়।
বিবৃতিতে আহত ও নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপূরনের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে বিস্ফোরণের কারন উদঘাটন ও তা তিন দিনের মধ্যে জনসন্মুখে প্রকাশের জোর দাবী জানানো হয়।
ভিন্ন ভিন্ন বিবৃতিতে এবি পার্টি চট্টগ্রাম মহানগরী শাখার আহবায়ক এ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম আহবায়ক সিদ্দীকুর রহমান, সদস্য সচিব এ্যাড. আবুল কাশেম ও উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আর ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।