সিলেটে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন
- আপডেট সময় ০৫:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৮৬২ বার পড়া হয়েছে
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভূমিধসে বাড়ি ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজানি গ্রামে বাড়ির পাশের একটি পাহাড় ধসে দুই ভাই রফিক আহমেদ ও জুবের আহমেদের ঘর ভেঙ্গে যায়। মাটি ধসে জুবের আহমেদ (৩৫) ও তার স্ত্রী সুমি বেগম (৩০) ও ছেলে সাফি আহমেদ (৫) মারা যান। মাটি ধসে রফিক আহমেদের স্ত্রী মোছা শামীমা বেগম (৪৮) মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পরিবারের পাঁচ সদস্যের একজন শামীমার স্বামী রফিক আহমেদ বাড়ির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই তিনি ছাড়া অন্যরা মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ প্রথম আলো</em>কে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটি থেকে চারটি মরদেহ উদ্ধার করে। তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে কি না তা এখনো ঠিক হয়নি।