সাকিব বিজয় সাজঘরে, পুরনো রূপে বাংলাদেশ

- আপডেট সময় ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ৬৫৫ বার পড়া হয়েছে
খেলার চেষ্টা করেন লিটন কুমার দাস ও এনামুল হক বিজয়। কিন্তু শেষ পর্যন্ত চার ওভারেও মীমাংসা হয়নি। এনামুল বিজয় ব্যক্তিগত ১০ রানে ফেরেন এবং সাকিব পাঁচ রান করে ড্রেসিংরুমে যান।
স্মিথের ফাউলে এনামুল চার মারেন, তারপর স্মিথের শিকার হয়ে ড্রেসিংরুমে চলে যান। বিজয় লেগ সাইড থেকে বল তুলে থার্ড ম্যানকে আঘাত করেন। উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান।
শুরুতে আক্রমণাত্মক হওয়া সাকিবও আজ ক্ষতিপূরণ দিয়েছেন। রোমারিও শেফার্ডকে তুলে খাড়া আকাশে বল মারেন, ড্রেসিংরুমে ওডিন স্মিথের হাতে ধরা পড়েন।
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
পেসার তাসকিন আহমেদের পরিবর্তে গিনির একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশে আছেন এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।