সহকর্মীকে ধর্ষণের ভয় দেখিয়ে গ্রেফতার যুবক
- আপডেট সময় ০৩:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ৭৭৮ বার পড়া হয়েছে
নরসিংদীর একটি রেস্তোরাঁয় সহকর্মীকে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছরের এক তরুণীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম আশরাফুল আলম (২৫)। তার বাড়ি নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায়।
লিখিত অভিযোগে ওই তরুণী জানান, তিনি ও আশরাফুল আলম একই রেস্টুরেন্টে কাজ করেন। আশরাফুল তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ভয় দেখাচ্ছেন আশরাফুল। কাজের ক্লান্তি দূর করতে ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে তিনি (তরুণী) রেস্টুরেন্টের ভেতরে বেকারি রুমে বিশ্রাম নিতে যান। এ সময় আশরাফুলও সেখানে গিয়ে তাকে হুমকি দিয়ে ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে আশরাফুল তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৭ জুন সকাল সাড়ে ১০টায় নরসিংদী বাজারের হোটেল রিভারভিউতে তাকে পুনরায় ধর্ষণ করে সে। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ওই তরুণী তার বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে তাদের পরামর্শে তিনি নরসিংদী মডেল থানায় এসে লিখিত অভিযোগ করেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, তরুণীর লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তার আশরাফুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।