শ্রীপুরে কিশোর খুন
- আপডেট সময় ০৬:১৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১১৯৬ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে এক কিশোর অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে জৈনা-গাজীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার (ওসি-তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
নিহত দুখু মিয়া (১২) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারের বুগলা ইউনিয়নের গাছগড় এলাকার জাবেদ মিয়ার ছেলে। তিনি নগর হাওলা গ্রামের সুলতানের ভাড়া বাসায় পরিবার নিয়ে অটোরিকশা চালাতেন।
নিহতের ভাই ও স্থানীয়রা জানান, সে সারাদিন বাড়িতেই ছিল। সন্ধ্যায় আরেকটি অটোরিকশা বের করা হয়। তখন জানতে পারি তাকে কেউ মেরেছে। পদ ছাড়ার পর তিনি কী করবেন তা এই মুহূর্তে জানা যায়নি।
শ্রীপুর থানার (ওসি-তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।