শিশু ফাতেমার জন্য বরাদ্দ দিতে চায় পাঁচ লাখ টাকা,ট্রাস্টি বোর্ড

- আপডেট সময় ০৭:২৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / ৬৮২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মা-বাবা ও বোনের ধাক্কায় জন্ম নেওয়া নবজাতককে ১৫ দিনের পরিবর্তে ৫ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ সংশোধনের আবেদন করেছে ট্রাস্টি বোর্ড।
রশীদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য ধার্য রয়েছে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো.
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৯ জুলাই ময়মনসিংহ হাইকোর্ট নবজাতকের আইনি অভিভাবককে ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা প্রদানের নির্দেশ দেন। সড়ক পরিবহন আইনের ৫৪ ধারায় গঠিত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে এ আদেশ দেওয়া হয়।
আদেশটি সংশোধন চেয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী ড. রাফিউল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, আবেদনে অর্থ বরাদ্দ সাপেক্ষে ৫ লাখ টাকা পরিশোধ করতে ১৫ দিনের পরিবর্তে অর্থ বরাদ্দ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। আজ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হন। মৃত্যুর আগের দিন গর্ভবতী মা সন্তান প্রসব করেন। রাস্তায় মেয়ে। শিশুটির নাম রাখা হয়েছে ফাতেমা।