রাশিয়া লাটভিয়ার গ্যাস বন্ধ করে দিয়েছে

- আপডেট সময় ০২:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৮৯ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিরোধ বাড়ছে। মস্কোর উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাশিয়ার হাতে প্রধান অস্ত্র হল প্রতিশোধ নেওয়ার জ্বালানি।
ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিরোধ বাড়ছে। মস্কোর উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাশিয়ার হাতে প্রধান অস্ত্র হল প্রতিশোধ নেওয়ার জ্বালানি। ইউরোপীয় ইউনিয়নের দেশ লাটভিয়ার বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহার করেছে দেশটি। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম শনিবার থেকে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। বুধবার নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাজপ্রম তার ক্ষমতার প্রায়২০ শতাংশ ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়েছে। এরই মধ্যে, আজ, জ্বালানি কোম্পানি কিছু শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে লাটভিয়ায় গ্যাস বন্ধের ঘোষণা দিয়েছে।
গত সোমবার, গ্যাজপ্রম ঘোষণা করেছে যে তারা প্রতিদিন ৩৩মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ কমিয়ে দেবে। এর পরিমাণ গত সপ্তাহে শুরু হওয়া গ্যাস সরবরাহের অর্ধেক। এর আগে গ্যাজপ্রম রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করেছিল।
প্রাকৃতিক গ্যাসের জন্য লাটভিয়া প্রধানত রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। তবে দেশের মোট জ্বালানি চাহিদার মাত্র ২৬শতাংশ গ্যাস থেকে মেটানো হয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের কারণে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গ্যাস সরবরাহ কমানোর অভিযোগ করেছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নও এই সপ্তাহে রাশিয়ার গ্যাসের ব্যবহার কমাতে একটি চুক্তিতে পৌঁছেছে।