০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

bdopennews

জাতিসংঘ আয়োজিত পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সদস্য দেশগুলোর পুলিশ প্রধানদের দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে বলে এক সরকারি আদেশে বলা হয়েছে।

আইজিপি ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। সম্মেলনে অংশ নিতে আগামী ৩০ আগস্ট প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আইজিপি বেনজীর আহমেদ সম্মেলনে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আওতায় যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ যেমন নিষিদ্ধ, তেমনি দেশটির সম্পদ বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদকে নিষিদ্ধ করা হয়। সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘ সম্মেলনে যাওয়া নিয়ে আলোচনায় বলেছেন, কোনো অসুবিধা না হলে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে পারেন আইজিপি বেনজীর আহমেদ। তারা এ বিষয়ে আগাম জানার চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি বেনজীর আহমেদ

আপডেট সময় ০১:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

জাতিসংঘ আয়োজিত পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সদস্য দেশগুলোর পুলিশ প্রধানদের দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে বলে এক সরকারি আদেশে বলা হয়েছে।

আইজিপি ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। সম্মেলনে অংশ নিতে আগামী ৩০ আগস্ট প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আইজিপি বেনজীর আহমেদ সম্মেলনে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আওতায় যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ যেমন নিষিদ্ধ, তেমনি দেশটির সম্পদ বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদকে নিষিদ্ধ করা হয়। সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘ সম্মেলনে যাওয়া নিয়ে আলোচনায় বলেছেন, কোনো অসুবিধা না হলে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে পারেন আইজিপি বেনজীর আহমেদ। তারা এ বিষয়ে আগাম জানার চেষ্টা করবেন।