বিয়ে করলেন অভিনেত্রী পূর্ণিমা
- আপডেট সময় ০৬:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ৭০৮ বার পড়া হয়েছে
বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার সন্ধ্যায় BD OPEN NEWS
বিয়ের খবর নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। পূর্ণিমা বলেন, ‘বিয়ে করেছি, এটা সত্যি। এক মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, চার-পাঁচ বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে আমার পরিচয় হয়। সেখান থেকেই ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর পরিবারকে জানান। দুই পরিবার থেকেই বলা হয়েছিল বিয়ে করাই ভালো। ছোট পারিবারিক আয়োজনে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে উভয় পরিবারই খুব খুশি এবং পূর্ণিমা আরও বলেন, “দুই পরিবারের ইচ্ছায় বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাই শ্বশুরবাড়ির লোকজন মেনে নিয়েছে, তারা খুব স্নেহশীল। আমার মা সবাইকে সুন্দরভাবে গ্রহণ করেছি।’ বিয়েটা হয়ে গেল।তবে নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে ঘুরতে পারেননি পূর্ণিমা-রবিন দম্পতি।অভিনেত্রী বলেন, ‘মাঝখানে পরিবারের সবাই এত অসুস্থ ছিল…সবার জ্বর ছিল। যে কোন পরিকল্পনা করা হয়নি।” বিয়ের অনুষ্ঠানের পরপরই বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। পূর্ণিমার বিয়ে হয় আহমেদ জামাল ফাহাদের সাথে 4 নভেম্বর, 2007 এ। তিনি 2014 সালে একটি কন্যা সন্তানের মা হন।