বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ
- আপডেট সময় ১১:২৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৩৩০ বার পড়া হয়েছে
ভারতের মুম্বাই পুলিশের পর এবার ক্ষমতাসীন দল বিজেপির বরখাস্ত জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ। নূপুরকে নারকেলডাঙা থানায় ডাকা হয়েছে। তাকে ২০শে জুনের মধ্যে হাজির হতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১এ ধারায় নূপুরকে নোটিশ পাঠানো হয়েছে। বিজেপি নেতা একটি টেলিভিশন চ্যানেলে নবী মুহাম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই মন্তব্য নিয়ে বিতর্কে জর্জরিত গোটা ভারত। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে।
রাজ্যের তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও আইনজীবী আবু সোহেল বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তি ভঙ্গের জন্য উস্কানি দেওয়া ও হুমকি দেওয়াসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। শিগগিরই নূপুরকে গ্রেপ্তার করা না হলে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করারও হুঁশিয়ারি দেন বাদী।
বিজেপি নেতাকেও তলব করেছে মুম্বাই পুলিশ। নূপুরকে ২৫ জুন হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। আপত্তিকর মন্তব্যের আলোকে তার বক্তব্য রেকর্ড করা হবে। নুপুরকে ২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ ধারায় নূপুরকে নোটিশ পাঠিয়েছে মুম্বই পুলিশ। ওই বিতর্কে যোগ দেওয়া ওই চ্যানেল থেকে অনুষ্ঠানের ভিডিও ফুটেজ টেলিভিশন চ্যানেলে পাঠিয়েছে পুলিশ।