বায়ার্নে যোগ দিচ্ছেন মানে
- আপডেট সময় ০৩:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে লিভারপুল ছাড়তে যাচ্ছেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। নতুন মৌসুমে তাকে দেখা যাবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সিতে। ইতিমধ্যে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি
তিন বছরের চুক্তিতে বায়ার্নে যাচ্ছেন মানে। ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে প্রায় ৪১ মিলিয়ন ইউরো ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দিবেন মানে।
২০১৬ সালে সাউদ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন মানে। এরপর কাটিয়েছেন ৬ মৌসুম। ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।
সদ্য শেষ হওয়া মৌসুমে সবপ্রতিযোগীতা মিলিয়ে ২৩ গোল করেন মানে। ২০২১-২২ মৌসুম শেষের আগেই লিভারপুল ছাড়ার আভাস দিয়েছিলেন মানে। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপের মত শিরোপা জিতেছেন।
মানের শূন্যতা পূরণে ইতিমধ্যে ডারউইন নুনেজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। বেনফিকা থেকে সাড়ে সাত কোটি ইউরোর বিনিময়ে উরুগুয়েন ফরোয়ার্ডকে এনেছে ইংলিশ ক্লাবটি।