বগুড়ায় এবি পার্টির নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৬:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ৫৩৬ বার পড়া হয়েছে
আজ এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)’র উদ্যোগে ৫ টি উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে, নির্বাচন কমিশনে দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে আলোচনা সভা এবি পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কমিটি, ভোটার তালিকা বা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সদস্য সংগ্রহ অভিযান ও কার্যকর অফিস সমুহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির বগুড়া জেলা আহ্বায়ক গোলাম রহমান রয়েল।
তিনি বলেন, কেন্দ্র নির্বাচন কমিশন থেকে দল নিবন্ধনের ফরম সংগ্রহ করেছে। একদিন আগে কেন্দ্রীয় অফিসে কর্মশালা করেছি। আজ আপনারা এসেছেন অনেক কষ্ট করে। নির্বাচন কমিশন দল নিবন্ধনের জন্য যে সমস্ত শর্ত আরোপ করেছে তার পঁচাত্তর শতাংশ শর্ত ইতোমধ্যেই আমরা সারাদেশে পূরণ করেছি। আমরা শর্ত সমুহ সততার সাথে সঠিকভাবে পূরণ করবো আপনাদের সহোযোগিতা নিয়ে। যত কঠিন শর্তই হোক আপনারা আন্তরিক ভুমিকা রাখলে অতিদ্রুতই আমরা ফরম পুরন করে কেন্দ্রীয় অফিসে জমা দিবো ইনশাআল্লাহ। আলোচনায় এবি পার্টি বগুড়া জেলার যুগ্ম আহবায়ক এ কে এম রাশেদুজ্জামান বলেন বগুড়া জেলা এবি পার্টি ইনশাআল্লাহ সময়ের মধ্যে নিবন্ধন এর সকল কাজ শেষ করার জন্য সবাই কে কাজ শুরু করতে আহবান জানান।
দলের সহকারী সদস্য সচিব ও বগুড়া জেলা সদস্য সচিব এস এ জাহিদ সরকার বলেন, এবি পার্টির কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করবো ইনশাআল্লাহ। দলের নিবন্ধন সম্পন্ন হলে উপহাস কারীদের কিছুটা জবাব হবে। তিনি উপস্থিত বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দলের নিবন্ধনের জন্য যেসমস্ত শর্ত দিয়েছেন তা আমরা সততার সঙ্গে সম্পন্ন করে সবার আগেই কেন্দ্রীয় অফিসে জমা দিবো।
শর্ত যত কঠিনই হোক এবি পার্টি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দলীয় নিবন্ধন নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব যুবরাজ মোঃরনি, মোরছালিন বাপ্পি, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ তাকি, মুসব্বিরুল ইসলাম অর্ণব, হাসনাইন মোত্তালিব,সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল ৫ টি উপজেলার নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম এবং গঠনতন্ত্র তুলে দেওয়া হয়।