প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হলো কোনো গাড়ি
- আপডেট সময় ০৫:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ২২৪৯ বার পড়া হয়েছে
টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছে বেশ কিছু যানবাহন। শুক্রবার সন্ধ্যায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বেশ কয়েকটি যানবাহন পরীক্ষামূলকভাবে পারাপার হয়।
প্রকল্প কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতু প্রকল্পের যানবাহন মাওয়া পাশের টোল প্লাজায় পদ্মা সেতু অতিক্রম করে।
এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের বলেন, আমরা প্রথমবারের মতো প্রকল্পের গাড়ি নিয়ে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। প্রকল্পের প্রথম গাড়িটি টোল 1,200 টাকা দিয়ে পার হয়েছিল। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি পরীক্ষা করে দেখেছি যে সবকিছু ঠিক আছে।
এর আগে ১৪ জুন সন্ধ্যায় সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মাওয়া ও জাজিরা প্রান্তের সব ল্যাম্পপোস্ট একযোগে জ্বালানো হয়। পরীক্ষামূলকভাবে রাস্তার বাতি জ্বালানো হয়েছিল। এরই মধ্যে সব কাজ সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এই সেতু। পরদিন ২৬ জুন থেকে চলবে সব যানবাহন।