পদ্মা সেতু পরিচালনায় নতুন কোম্পানি গঠনের সিদ্ধান্ত
- আপডেট সময় ০৫:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ ও প্রত্যাশা অনুযায়ী টোল আদায়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ। নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হলেও পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব তাদের থাকবে না।
পদ্মা সেতু নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদার দক্ষিণ কোরিয়ার কোম্পানি কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে (এমবিইসি) আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ৫ বছরে ৬৯৩ কোটি টাকা পাবে।
এর আগে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় ‘যমুনা সেতু’ বাস্তবায়নে কর্তৃপক্ষ গঠন করেছিল সরকার। পরে এটি সেতু কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। একইভাবে পদ্মা সেতুর ১০০ বছর পূর্তিতে নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও পরামর্শক ছাড়া বর্তমানে পদ্মা সেতু প্রকল্পে মোট জনবল ৯৫ জন। এর মধ্যে প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন পদে রয়েছেন ৩২ জন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে আসে। প্রকল্পের কাজ শেষ হলে তারা নিজ নিজ বিভাগে ফিরে যাবে। কারো কারো অবসর নেওয়ার সময় হবে।