দেশে ফিরেছেন ১৪৮৬২ জন হজযাত্রী

- আপডেট সময় ০৭:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ৭২৭ বার পড়া হয়েছে
ছয় দিন পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, পবিত্র হজ শেষে ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট 23 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তীর্থযাত্রীদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৭ জন মহিলা। এর মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (পরিচালন সদস্যসহ) সৌদি আরবে গেছেন।