০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
দেশের হাসপাতালে আরও ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ৮০১ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১৩ জন ঢাকায় এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে মোট ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২ জন এবং ঢাকার বাইরে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৫৮৯। একই সময়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫১১ জন। এ বছর ডেঙ্গুতে কেউ মারা যায়নি।