ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি হবে
- আপডেট সময় ০৫:২১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৩৩৯ বার পড়া হয়েছে
সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকবে। এর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।
একই সময়ে, একটি অস্থায়ী দমকা হাওয়ার সাথে, এর গতিবেগ 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাড়তে পারে।
এর আগে রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী তিনদিন আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।