ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় ০৫:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ২৫৬৯ বার পড়া হয়েছে
আবহাওয়া অফিসের মতে, সারা দেশে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। দিক থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রঝড় সাময়িক দমকা হতে পারে।
আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত (আবার) ও নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।