জয়পুরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় ০৫:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ২৬৯৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি মো
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
পরে র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা প্রমুখ।