চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার হয়েছে

- আপডেট সময় ০৭:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ২৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম শহিদুল ইসলাম (১৯)। শনিবার রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আবুল কালাম প্রথম আলোকে শহিদুলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম বলেন, “গ্রেপ্তার করার পর শহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার বিকেলে নগর পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের যুব কলোনিতে স্বচ্ছসেবক লীগ নেতা রমজান আলী (৩৮)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রমজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন।
গত শুক্রবার রমজান হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী রমজানের ভাই মো. আলমগীর। মামলার প্রধান আসামি শহিদুল মো.
মামলার এজাহারে বলা হয়, ইউপি নির্বাচনে সদস্য পদে ভোট দেওয়া নিয়ে বিরোধের জেরে রমজানকে হত্যা করা হয়।