চট্টগ্রামে গভীর রাতে ভূমিধসে দুই বোনসহ চারজন নিহত হয়েছেন
- আপডেট সময় ০৪:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ৯৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ১নং বরিশাল ঘোনা ও ফে’স লেক লেকভিউ আবাসিক এলাকায় পৃথক ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন।
বরিশালঘোনায় নিহতদের মধ্যে একই পরিবারের দুই বোন রয়েছে। তারা হলেন মাইনুর আক্তার (২০) ও শাহিনুর আক্তার (২৪)। নিহতের সৎ বোন জানান, দুই বোনের দুই সন্তান রয়েছে। মায়ের বুকে শুয়ে থাকা শিশু দুটি বেঁচে যায়। নিহতরা হলেন লিটন (২৩) এবং ইমন (১৪)।
শুক্রবার দুপুর দেড়টা থেকে ভোর ৩টার মধ্যে এ ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন মইনুল ও শাহিনুর বাবা ফজলুল হক (৬০) ও মা রানু বেগম (৬০)।
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার উচিন মারমা জানান, গত রাতে প্রবল বর্ষণে আকবরশাহ থানাধীন ১ নম্বর লেকে ভূমিধসে এক পরিবারের সদস্য নিহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ পরে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, হাসপাতালে আনার পর চিকিৎসক শাহিনুর ও মাইনুরকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা-মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহিনুরের সৎ বোন রেশমা আক্তার জানান, দুই বোন ও তাদের বাবা-মা লেকের ১ নম্বর বাড়িতে একসঙ্গে থাকতেন। তাদের দুই বোনের মধ্যে এক বছর ছয় মাস বয়সী দুই বোন ভূমিধস থেকে বেঁচে গেছে। তিনি বলেন, তারা তার মায়ের বুকে ছিল।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, ভোর ৩টার দিকে ফে’স লেক সিটির আবাসিক এলাকায় ভূমিধসে অন্তত তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের বিস্তারিত জানা যায়নি