Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/bdopenne/public_html/wp-content/themes/newsflashpro/inc/template-functions.php on line 458
গান গেয়ে বরিশালের মানুষকে মাতালেন কলকাতার মিমি -BD Open News
০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

গান গেয়ে বরিশালের মানুষকে মাতালেন কলকাতার মিমি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / ২১৬৪ বার পড়া হয়েছে

bdopennews

ভারতের সংসদ সদস্য এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বরিশালের জয় বাংলা উৎসবের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরান যা চাই-তুমি তাই, তুমি তাই গো’ গানটি গেয়ে ভক্ত, দর্শক ও শ্রোতাদের বিমোহিত করেছেন। .

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চে উঠেন তিনি। মঞ্চে উঠে শুরুতেই বরিশালে এসে নিজের মুগ্ধতার কথা জানান মিমি।

এ সময় তিনি বলেন, বরিশালে এলে মুগ্ধ হই।

আমি বুঝতে পেরেছি রিশালের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আপনি আমাদের সিনেমা দেখেননি, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমিও তোমাকে ভালবাসি. আপনাদের ভালোবাসা আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।

এরপর মিমি সুর করেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমার পরান যাছা-তুমি তাই, তুমি তাই গো’। এরপর, টলিউড তারকা প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ পরিবেশন করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে মঞ্চের সামনে আসন গ্রহণ করেন এবং মধ্যরাত পর্যন্ত উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে মিমিকে বহনকারী একটি হেলিকপ্টার বরিশাল পুলিশ লাইন্স খেলার মাঠে অবতরণ করে। সেখান থেকে জয় বাংলা উৎসবে অংশ নিতে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন।

মিমির পর মঞ্চে ওঠেন সংগীতশিল্পী আরেফিন রুইমি, ঐশী, এমপি মমতাজ, চিশতি বাউল, পারভেজ, লুইপা, বালাম, প্রতীক হাসান, তমা মির্জা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে নৃত্য পরিবেশন করেন নায়ক ফেরদৌস, নীরব, নায়িকা পূর্ণিমাসহ অন্যান্য শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

গান গেয়ে বরিশালের মানুষকে মাতালেন কলকাতার মিমি

আপডেট সময় ০৩:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

ভারতের সংসদ সদস্য এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বরিশালের জয় বাংলা উৎসবের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরান যা চাই-তুমি তাই, তুমি তাই গো’ গানটি গেয়ে ভক্ত, দর্শক ও শ্রোতাদের বিমোহিত করেছেন। .

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চে উঠেন তিনি। মঞ্চে উঠে শুরুতেই বরিশালে এসে নিজের মুগ্ধতার কথা জানান মিমি।

এ সময় তিনি বলেন, বরিশালে এলে মুগ্ধ হই।

আমি বুঝতে পেরেছি রিশালের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আপনি আমাদের সিনেমা দেখেননি, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমিও তোমাকে ভালবাসি. আপনাদের ভালোবাসা আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।

এরপর মিমি সুর করেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমার পরান যাছা-তুমি তাই, তুমি তাই গো’। এরপর, টলিউড তারকা প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ পরিবেশন করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে মঞ্চের সামনে আসন গ্রহণ করেন এবং মধ্যরাত পর্যন্ত উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে মিমিকে বহনকারী একটি হেলিকপ্টার বরিশাল পুলিশ লাইন্স খেলার মাঠে অবতরণ করে। সেখান থেকে জয় বাংলা উৎসবে অংশ নিতে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন।

মিমির পর মঞ্চে ওঠেন সংগীতশিল্পী আরেফিন রুইমি, ঐশী, এমপি মমতাজ, চিশতি বাউল, পারভেজ, লুইপা, বালাম, প্রতীক হাসান, তমা মির্জা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে নৃত্য পরিবেশন করেন নায়ক ফেরদৌস, নীরব, নায়িকা পূর্ণিমাসহ অন্যান্য শিল্পীরা।