করোনা আক্রান্ত হয়েছে ৫৪ কোটি
- আপডেট সময় ০৮:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ৮৩০ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৮৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি দুই লাখ ৪১ হাজার ৫২১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ লাখ ৩০ হাজার ৯৫৪ জন। আর সুস্থ হওয়া মোট মানুষের সংখ্যা ৫১ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৪১৭ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা আট কোটি ৭৩ লাখ পাঁচ হাজার ৩০৯ জন। মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৭২৮ জন।
দ্বিতীয় সবচেয়ে বেশি আক্রান্ত ও তৃতীয় মারাত্মক দেশ ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩২ লাখ ২০ হাজার ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭১ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট 3,14,49,063 জন সংক্রামিত হয়েছে, যা তৃতীয় সর্বাধিক আক্রান্ত এবং দ্বিতীয় মারাত্মক দেশ। মৃত্যু হয়েছে ছয় লাখ ৮ হাজার ১৩৪ জন।