আগে শুধু কফি বানাতেন, এখন পুরোদমে রান্না শিখছেন

- আপডেট সময় ০৪:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৩৩৫ বার পড়া হয়েছে
ক্যাটরিনা কাইফ স্বীকার করেছেন যে তিনি রান্নায় খুব একটা দক্ষ নন। তবে বিয়ের পর রান্নাবান্নায় হাত দেওয়ার চেষ্টা করছেন। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর অবশ্য খুব একটা ফুসরত ছিল না। ক্যাট এবং ভিকি উভয়েই তাদের পূর্বনির্ধারিত কাজ নিয়ে ব্যস্ত। তবে বেশ কিছুদিন শুটিং না হওয়ায় মুম্বাইয়ে রয়েছেন ক্যাটরিনা। শ্বশুরবাড়িসহ পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অবসর সময়ে রান্নাও শিখছেন।
ই-টাইমস জানিয়েছে, ক্যাটরিনা আগে কফি ছাড়া আর কিছু করতে পারতেন না। তবে বিয়ের পর থেকেই নিজের ‘বদনাম’ কাঁপাতে শুরু করেন এই অভিনেত্রী। লাঞ্চ বা ডিনার কিভাবে রান্না করতে হয় তা শেখার চেষ্টা করছি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ই-টাইমসকে জানিয়েছে, ভূমিকার জন্য প্রস্তুত না হয়ে ক্যাটরিনা এখন মুম্বাইয়ের আন্ধেরিতে তার ওবেরয় স্প্রিং অ্যাপার্টমেন্টের রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন। ভিকির বাবা-মা গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত লাঞ্চ বা ডিনারের জন্য আসছেন। বিয়ের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে ‘বোমা’-র ঘনিষ্ঠ হয়েছেন তারা।
সূত্রটি আরও জানিয়েছে যে তিনি কোনও বিশেষ খাবারের পরিবর্তে একটি সম্পূর্ণ লাঞ্চ বা ডিনার তৈরি করতে শিখছেন। শাশুড়ির কাছ থেকেও এ ব্যাপারে জোরালো উৎসাহ পাচ্ছেন। ক্যাটকে অনেক রান্নাও দেখাচ্ছেন তিনি। এদিকে ক্যাটরিনা কাইফের গর্ভাবস্থার খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যম খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে।